মাদরীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, জনগন শেখ হাসিনার সাথে আছে আর থাকবে কোন অপশক্তি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না। গতকাল মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার নেতাকর্মীদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা জনগনের আস্থা , জনগনের ভালবাসা নিয়ে নির্বাচনে আবারও জয়ী হয়ে আবারও সরকার গঠন করবো এবং ৫বারের মত টানা ৪র্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের উন্নয়ন করবে।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ বাসার, মাদারীপুর-২ আসনের স্থানীয় প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফিজুর রহামন যাচ্চু খানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন অপশক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না- শাজাহান খান
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on