মাদারীপুর প্রতিনিধি।।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ঘরে ঘরে মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে দিচ্ছ, আওয়ামী লীগ সরকার। গতকাল মাদারীপুরে শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন মির্জাকান্দি কমিউনিটি ক্লিনিকে নতুন ভবন উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এই সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।