রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে রোববার এক জমজমাট এক কবিতা সন্ধ্যার আয়োজন করা হয় । এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্য কবি জাহিদুল হক ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ডক্টর মো. হারুনুর রশীদ । স্বাাগত বক্তব্য রাখেন অঞ্জলিকা সম্পাদক কবি দিররুবা শাহাদৎ । শুভেচ্ছা বক্তব্য রাখেন,শিল্পপতি মো. শাহাদৎ হোসেন ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা ছড়া কবিতা পাঠ,আবৃত্তি এবং সংগীতে অংশ নেন,ডক্টর নাসিমা আকতার,তৈয়বুর রহমান বাবু,সেলিনা সাত্তার শেলী,এস,এম ইতি,নাইমা নিমো, সুলতান আহমেদ সোনা, খন্দকার মাহফুজার রহমান, শাহিদা মিলকি,জোসেফ আখতার,এটিএম মোরশেদ,দিনাজী সিরাজ, অহিদুল ইসলাম,রুবাইয়া খান, শানু তাসমিন,সাহিনা ইসলাম, এস,এম আবদুর রহিম,সুফি জাহিদ হোসেন,রওশন আরা সোহেলী,মনিরুজ্জামান, পারভীন আখতার,শাহ আলম , শোয়েব দুলাল,মোরশেদ সারওয়ার জুয়েল,পূর্নিমা রাজ প্রমুখ ।
কবিতা সন্ধ্যার আয়োজনটি সঞ্চালন করেন মাহবুবুল ইসলাম ।।
LN24BD