মাদারীপুরের কালকিনিতে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় দুইদিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন শেষে প্রবন্ধ পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালকিনি পৌর অডিটরিয়াম প্রাঙ্গনে দুই দিনব্যাপী ‘উপজেলা সাহিত্য মেলা ২০২৩’ ও বইমেলার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে মুখ্যআলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক শাদাত হোসাইন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী, বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পল্লব কুমার হাজরা, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েছুর রহমান, কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসানসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
LN24BD