Thursday, May 9, 2024
HomeScrollingভোটারদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে: কাদের সিদ্দিকী

ভোটারদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক।।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না। আমেরিকা-লন্ডন তত্ত্বাবধায়ক সরকার চিনেও না। সরকারকে বাধ্য করতে পারলে সবই আইন। এখন দেখতে হবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করে কিনা। বাধ্য করতে পারলে ভালো। না করতে পারলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

সোমবার আকুরটাকুর পাড়াস্থ তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দেশে এখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। তিনি বলেন, ভোটারদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারলেই এ সরকারের প্রতি আস্থা তৈরি হবে।

ভিসা নীতি নিয়ে তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দিবে এটা দেশের জন্য অপমানজক। দেশে নির্বাচনে বাধা দিলে আমেরিকা, লন্ডন, চীন, জাপান তাদের কিছু করার কথা নয়। আমাদের দেশের প্রচলিত আইনেই তাদের শাস্তি দেয়া যায়।

কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর উচিত তার বাবার কথা রক্ষা করা। দেশে আজ মুল্যস্ফীতি হয়েছে, জনগনের আয় কমে গেছে, ডলার সংকট, বেকারত্ব বাড়ছে, রিজার্ভ কমে গেছে, আমদানি কমে গেছে-এসব কারণে মানুষ আজ দিশেহারা। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সবকিছু সহনীয় পর্যায়ে আনতে হবে। এটা সরকারকেই করতে হবে।

আগামী ২১ জুন বাসাইল পৌরসভার নির্বাচন নিয়ে তিনি বলেন, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি নিয়ম না মেনে বাসাইল নৌকার পক্ষে নির্বাচনী জনসভা করতে গিয়েছিল। নিয়ম অনুয়ায়ী নির্বাচন কমিশন তাকে সভা করতে দেয়নি। এ কারণে তিনি তাদেরকে ধন্যবাদ জানান। বাসাইল পৌরসভায় সরকারি দলের প্রভাবমুক্ত অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments