মাদারীপুরে ইলেকট্রনিক্স ৪টি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এছাড়াও প্রচন্ড তাপদাহ (গরমের) কারণে বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে ইলেকট্রনিক্স এর মালামাল অতিরিক্ত দাম আদায় করছে এমন অভিযোগে মাদারীপুরের পুরান বাজার এলাকায় খান ইলেকট্রনিক্স সহ চারটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দাম আদায় কারণে ৪৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।
MHS/ LN24BD