Monday, April 29, 2024
HomeScrollingপৌনে ২ লাখ টাকা বকেয়া: গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পৌনে ২ লাখ টাকা বকেয়া: গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক।

পৌনে দুই লাখ টাকা বিল বকেয়া থাকার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১২ সেপ্টেম্বর) রায়েরবাজারের শেরেবাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে বকেয়া দায়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক সংবাদ মাধ্যমকে জানান, ২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগের ৩০ মাসের বিল বকেয়া ছিল।

তিনি বলেন, গয়েশ্বর সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।

বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

তবে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments