Sunday, May 5, 2024
HomeScrollingকরোনা মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ ৪ জন আক্রান্ত, সুস্থ্য ৪

করোনা মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ ৪ জন আক্রান্ত, সুস্থ্য ৪

মাসুদুর রহমান:

মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ জন পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত ৪ জন পাশাপাশি সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।আক্রান্ত ৪ জনের মধ্য সদর উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের ৩২ বছরের যুবক।শিবচর উপজেলায় যে পুলিশ সদস্যর করোনা পজিটিভ পাওয়া গেছে তিনি শিবচর সার্কেল এস,পি অফিসে কর্মরত ছিলেন।পুলিশ সদস্য অফিসে কাজ করে কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন বিষয়টি অজনা ।ওই পুলিশ সদস্যকে হোম আইসোলেশনে রাখা হয়েছে পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারসহ(সার্কেল) মোট ৫ জনকে হোমকোরন্টাইনে রাখা হয়েছে।এই তথ্য নিশ্চিত করেন মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন,নতুন করে যে ২ জন আক্রান্ত হয়েছে তাদের ১ জন আমগ্রাম ইউনিয়নের যুবক বয়স ৩২ বছর আরেকজন বদরপাশা ইউনিয়নের যুবক বয়স ৩৩ বছর।বদরপাশা ইউনিয়নে পূর্বের আক্রান্ত ছিল কিন্তু আমগ্রাম ইউনিয়নে নতুন কেউ আক্রান্ত হলো তবে কার বা কিভাবে এই দুইজন করোনা পজিটিভ হয়েছে তার কারন অজনা। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং সুস্হ হয়েছেন ৪ জন। জেলায় এ পর্যন্ত করোনা মোট শনাক্তের সংখ্যা ৮৯ জন, সুস্থ ৫৪ জন, চিকিৎসাধীন ৩৩ জন এবং ২ জন মৃত্যুবরণ করেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১৮, শিবচর উপজেলা ২৬, রাজৈর উপজেলা ৩৪ ও কালকিনি উপজেলায় ১১ জন।

জেলায় ২৪ ঘন্টায় ঢাকায় নমুনা প্রেরণ করা হয়েছিল ১৯৮টি ২৪ ঘন্টায় মোট ফলাফল প্রাপ্তি ৮১টি জেলায় এই পর্যন্ত নমুনা প্রেরণ ১৯২৭টি মোট প্রাপ্ত ফলাফল ১৭১২টি।মাদারীপুর জেলায় সর্বোচ্চ করোনা আক্রান্ত উপজেলা রাজৈর।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments