Saturday, May 4, 2024
HomeScrollingদেশে সাত লাখ টন রাইস ব্র্যান তেল উৎপাদন সম্ভব: বাণিজ্যমন্ত্রী

দেশে সাত লাখ টন রাইস ব্র্যান তেল উৎপাদন সম্ভব: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

সয়াবিনের বিকল্প হিসেবে রাইস ব্র্যান ও সরিষার উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে এখন রাইস ব্র্যান ৫০ থেকে ৬০ হাজার টন উৎপাদন হয়। এটিকে সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। সেটি করতে পারলে মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

তিনি বলেন, সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর।

বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে তেলের দাম বাড়ছে বলেও জানান টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে সাত লাখ টন রাইস ব্র্যান তেল উৎপাদন সম্ভব। তাই আমদানির ওপর নির্ভরশীল না থেকে সরকার রাইস ব্র্যান তেলের উৎপাদনের দিকে নজর দিচ্ছে। সেটা হলে ২৫ শতাংশ তেলের চাহিদা পূরণ সম্ভব হবে।

ভোজ্যতেল আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় ৭ মে থেকে দাম বেড়ে যায় সয়াবিনের।

বৈঠকে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments