Saturday, May 4, 2024
HomeScrollingআমরা হাওরে আর মাটিতে রাস্তা করব না: পরিকল্পনামন্ত্রী

আমরা হাওরে আর মাটিতে রাস্তা করব না: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক |

দেশে এত যানজটের কারণকে সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, দেশে এত যানজট, ভিড় সবই শেখ হাসিনা সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ। আপাতত এটা সহ্য করতে হবে।

মঙ্গলবার একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৪০ বছর আগে আমি তখন চট্টগ্রামের ডিসি। রাস্তা সরু, ২টা ব্রিজ পার হতে হতো। সেখানে যেতে ঢাকা থেকে সময় লাগতো ৪ ঘণ্টা। এখন ব্রিজ নেই, চওড়া রাস্তা, তাও অনেক সময় লাগে।

তিনি বলেন, এর কারণ কী? এত বেশি গাড়ি রাস্তায় উঠছে, কারণ প্রবৃদ্ধি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রকাশ পাচ্ছে হাটে মাঠে, চলাচলে, খাবারে, বাজারে এক্সচেঞ্জ রেটে। এটা সহ্য করতে হবে। মেট্রোরেল হচ্ছে, তখন যানজট কমবে।

এম এ মান্নান বলেন, আমরা হাওরে আর মাটিতে রাস্তা করব না। সব ব্রিজ বা এলিভেটেড রাস্তা হবে। এটা সিদ্ধান্ত হয়েছে। সেই আলোকে প্রকল্প নেয়া হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments