Sunday, April 28, 2024
HomeScrolling১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক |

ইন্দোনেশিয়ার এক শিক্ষককে ১৩ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। খবর রয়টার্স।

এক ইসলামিক স্কুলের শিক্ষক ছিল অভিযুক্ত হ্যারি উইরাওয়ান। কার বিরুদ্ধে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে অন্তত ১৩ জন ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠে। নির্যাতিতাদের বয়স ১২–১৬ এর মধ্যে। তার মধ্যে আটজন নাবালিকা আবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আদালত দোষীকে আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিল। কিন্তু সরকারি আইনজীবীর সওয়ালের পর আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায়।

সোমবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অভিযুক্তের আইনজীবী কোনো মন্তব্য করেননি। তবে তারা উচ্চ আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছেন।

ওই শিক্ষকের কুকীর্তির কথা ফাঁস হতেই স্কুল তাকে চাকরি থেকে ছাঁটাই করে। এরপর নির্যাতিতার পরিবাররা একযোগে মামলা দায়ের করে।

এক নির্যাতিতার পরিবার জানিয়েছে, ‘আমরা চেয়েছিলাম, আজীবন কারাদণ্ড দেওয়া হোক। সঙ্গে নিয়মিত রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হোক দোষীর শরীরে। ‌তাতে যন্ত্রণা আরও বেশি পেত অভিযুক্ত।’‌

শিশু সুরক্ষা মন্ত্রীসহ ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারাও মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছিলেন। তবে দেশটির মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments