Tuesday, May 7, 2024
HomeScrollingশুক্রবার মুক্তি পাচ্ছে ‘গুণিন’ ও ‘শিমু’

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘গুণিন’ ও ‘শিমু’

অনলাইন ডেস্ক।।

শুক্রবার মুক্তি পাচ্ছে দুই আলোচিত নির্মাতার নতুন ছবি— গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ও রুবাইয়াত হোসেনের ‘শিমু’। এর মধ্যে প্রথম ছবিটি পেয়েছে ২০টি প্রেক্ষাগৃহ, দ্বিতীয়টি পেয়েছে ৭টি।

হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুণিন’ নির্মাণ করেছেন সেলিম। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, পরীমনি, শরিফুল রাজ, ইরেশ যাকের প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল হিসেবে নির্মিত হয়েছে।

সিনেমাটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের চার শাখা, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, চিত্রামহল, শ্যামলী, আনন্দ, বি জি বি ও গীতে। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন ও সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), রূপকথা (পাবনা), সঙ্গীতা ও লিবার্টি (খুলনা), মডার্ন (দিনাজপুর), চাঁদমহল (কাঁচপুর) এবং সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) আছে তালিকায়।

রুবাইয়াত হোসেনের ‘শিমু’তে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শাহানা গোস্বামী, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। ২০১৯ সালে টরন্টোতে প্রথম ছবিটি প্রদর্শিত হয়েছিল ‘মেড ইন বাংলাদেশ’ নামে। পরে লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিদেশে বাণিজ্যিকভাবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা করেছে খনা টকিজ।

ছবিটি ঢাকায় দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের ৪ শাখায় ও ব্লকবাস্টার সিনেমাসে। ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) ও চন্দ্রিমা (শ্রীপুর, সাভার)।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments