Saturday, May 4, 2024
HomeScrollingদুবাইয়ে প্রস্তুতি ম্যাচ সাকিব-রিয়াদদের

দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ সাকিব-রিয়াদদের

অনলাইন ডেস্ক।।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া আরও একটি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা ৪ অক্টোবর ওমানে চলে যাব। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলব। সবকিছু ঠিক আছে।’

শুরুতে প্রথম পর্বের ভেন্যু ওমান যাবে বাংলাদেশ। সেখানে কন্ডিশনিং ক্যাম্প করার পর দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচের সূচি আছে। যার একটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আরেকটির সম্ভাব্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে বিসিবি চাইছে এর বাইরে আরও একটি ম্যাচ খেলতে, যেটি আইসিসির স্বীকৃত নয়।

প্রতিপক্ষ নিয়ে আকরাম জানালেন, ‘একটি দল শ্রীলঙ্কা। আরেকটি দল দেখতে হবে। দুইটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি। আইসিসির সূচি অনুযায়ীই।’

এদিকে প্রশ্ন উঠেছে ঘরের মাঠের সিরিজগুলোর উইকেটের চরিত্র নিয়ে। যেখানে স্পিন সহায়ক মন্থর উইকেটের ফায়দা নিয়ে অস্ট্রেলিয়াকে কুপোকাত করল স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচও একইভাবে জিতে নিল টাইগাররা। কিন্তু ওমানে গিয়ে খেলতে হবে স্পোর্টিং উইকেটে। এতে বিশ্বকাপের ঠিকঠাক প্রস্তুতি হচ্ছে কি ক্রিকেটারদের?

উইকেট ইস্যুতে আকরামের ব্যাখ্যা, ‘সমস্যা হচ্ছে একই মাঠে খেলায়। আমরা চেয়েছিলাম দুইটা ভেন্যুতে যাতে খেলা হয়। ওরাই চেয়েছে একটা ভেন্যুতে খেলতে। ওরা এখানেই খেলবে, এর বাইরে যাবে না। কিছুদিন আগে অস্ট্রেলিয়া খেলে গেছে, এখন নিউজিল্যান্ড খেলছে। উইকেটেরও তো বিশ্রামের প্রয়োজন আছে। সবকিছু বিবেচনায় রাখতে হবে। আমরা অনুরোধ করেছি আরও ভালো উইকেট রাখার।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments