Sunday, May 5, 2024
HomeScrollingযুক্ত হলো সর্বাধুনিক ড্রোন ‘আকিনচি’

যুক্ত হলো সর্বাধুনিক ড্রোন ‘আকিনচি’

অনলাইন ডেস্ক।।

তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশে তৈরি সর্বাধুনিক কমব্যাট ড্রোন ‘আকিনচি’।

প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের উপস্থিতিতে ‘আকিনচি’র প্রথম বহর হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী প্রজন্মের এই কমব্যাট ড্রোন তৈরি করেছে ‘ড্রোন ম্যাগনেট’ খ্যাত ‘বায়কার’। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) সেলজুক বায়রাকতার।

ডেইলি সাবাহ জানায়, ‘আকিনচি’র ৩৮ হাজার ফুট ওপরে উড্ডয়নের রেকর্ড রয়েছে। পরীক্ষাকালীন ফ্লাইটে ড্রোনটি টানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট ধরে উড়ার রেকর্ডও গড়েছে।

স্মার্ট মাইক্রো মিউনিশনস (এমএএম-এল) সহ সব ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ‘আকিনচি’ ড্রোন।

অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আকিনচি’ তুরস্ককে বিশ্বে সর্বাধুনিক ড্রোন উৎপাদনকারী শীর্ষ তিন দেশের মধ্যে স্থান করে দিয়েছে।

তিনি বলেন, এখন রণতরী থেকে উড্ডয়ন ও অবতরণে সক্ষম ড্রোন তৈরির প্রযুক্তির দিকে নজর দিতে হবে।

সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা বাড়াতে অবদান রাখায় দেশীয় কোম্পানিগুলোর প্রশংসা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কের নিজস্ব অস্ত্র ব্যবহার ২০ শতাংশ থেকে বেড়ে এখন প্রায় ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে সেলজুক বায়রাকতার জানান, বায়কার মনুষ্যবিহীন যুদ্ধবিমান তৈরিতেও কাজ করছে। আগামী ২০২৩ সালে এটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments