Monday, April 29, 2024
HomeScrollingআফগানদেরকে দেশ ছাড়তে উৎসাহিত করবেন না তালেবান

আফগানদেরকে দেশ ছাড়তে উৎসাহিত করবেন না তালেবান

অনলাইন ডেস্ক।।

মেধাবী ও দক্ষ আফগানদেরকে দেশ ছাড়তে উৎসাহিত না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে তালেবান বলেছে, দেশের পুনর্গঠনে তাদের মেধা ও দক্ষতা আমাদের দরকার হবে। খবর: বিবিসি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ আহবান জানান। এসময় তিনি যেসব আফগান নাগরিক দেশ ছাড়ার জন্য বিমান বন্দরে গিয়ে ভিড় জমিয়েছেন তাদেরকেও ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন। গত ১৫ আগস্ট তালেবানদের কাবুল দখলের পর থেকে দেশ ছাড়ার জন্য কাবুল বিমান বন্দরে আফগানদের হুড়োহুড়ি এবং বিশৃঙ্খলায় এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “আমরা আমেরিকানদের অনুরোধ করছি, আফগানদেরকে দেশ ছাড়তে উৎসাহিত করবেন না। তাদের মেধা আমাদের দেশ গঠনের কাজে দরকার হবে।”

তিনি আরো বলেন, “কোনো আফগান নাগরিক দেশ ছেড়ে চলে যাক তা আমরা চাই না। যারা দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন তারা যদি দেশেই থাকেন তাহলে পুরোপুরি নিরাপদ থাকবেন। তাদের কোনো ভয় নেই। আমরা তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি।”

অনেক আফগান নাগরিক তালেবানের প্রতিশোধের ভয়ে দেশ ছাড়তে চাইছে। অনেকে আবার ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় তালেবানরা যে কঠোর ইসলামি শরীয়া চালু করেছিল, বিশেষকরে নারীদের উপর যে সামাজিক নিপীড়নমূলক আইন চাপিয়ে দিয়েছিল, তা ফিরে আসার ভয় করছেন।

এমন কোনো ভয়ের কারণ নেই উল্লেখ করে তালেবান মুখপাত্র বলেন, তালেবানরা শিগগিরই নারীদেরকে শিক্ষা ও কাজে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, “আমরা কারো উপর কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার জন্য কারো কোনো তালিকা করা হয়নি। অতীতের সবকিছুই আমরা ভুলে গেছি।”

ওদিকে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার যেসব আফগান নাগরিক দেশ ছাড়ার জন্য বিমান বন্দরের দিকে যাচ্ছিল  তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং ঘরে ফিরে যেতে বলা হয়েছে। যে কারণে বুধবার দেশ ছাড়ার কথা ছিল এমন কিছু আফগান নাগরিক ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, কাবুল বিমান বন্দর থেকে প্রতি ঘণ্টায়ই একটি করে উদ্ধার ফ্লাইট ছেড়ে যাচ্ছে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের উদ্দেশ্যে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments