Thursday, May 9, 2024
HomeScrollingপুরান বাজারে একমুখি সড়কের কারনে স্বস্তি

পুরান বাজারে একমুখি সড়কের কারনে স্বস্তি

আরিফুর রহমান।।
রমজান ও ঈদ উপলক্ষে মাদারীপুর পুরান বাজার এলাকায় যানযট নিরসনের জন্য সড়কে যান চলাচল একমুখী করা হয়েছে। আর এর কারনে স্বস্তি এসেছে সাধারন মানুষের মাঋে। তাছারা এই সড়কে যানজট থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে।
শনিবার সকালে মাদারীপুর পৌরসভা মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, মাদারীপুর বনিক সমিতির সেক্রেটারী মনিরুল ইসলাম তুষার ভুইয়ার উপস্থিতিতে মাদারীপুর পুরান বাজার প্রধান সড়কে এই ঘোষণা দেয়া হয়।এ সময় তারা দু’জন হ্যান্ড মাইকে জনসাধারণ ও যানবাহন চালকদের কে এ ব্যাপারে অবহিত করেন।

শহরের পুরান বাজারে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য ব্যাবহত প্রতিটি বাইপাস সড়ক কে একমুখী চলাচলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে করে পুরান বাজারে যাতায়াতের পথে, জ্যাম ও ভীর কম থাকে।পাশাপাশি সকল কে এই নিয়ম মেনে চলতে অনুরোধ করেন পৌর মেয়র ও বনিক সমিতির সেক্রেটারী।

দোকান পাঠ খোলার ব্যাপারে মনিরুল ইসলাম তুষার ভুইয়া জানান,পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত, সরকারী সীদ্ধান্ত অনুযায়ী প্রতি দিন সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান পাঠ খোলা থাকবে। তবে অবশ্যই ক্রেতা ও বিক্রেতার মাঝে এবং সকল সাধারণ মানুষের মাঝে নিরাপদ দুরুত্ব বজায় রাখতে হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments