Saturday, May 4, 2024
HomeScrollingমাস্ক না পরায় এক ব্রিটিশকে সিঙ্গাপুরে কারাদণ্ড

মাস্ক না পরায় এক ব্রিটিশকে সিঙ্গাপুরে কারাদণ্ড

অনলাইন ডেস্ক।।

এক ব্রিটিশ নাগরিককে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রকাশ্যে মাস্ক না পরে করোনাভাইরাস প্রটোকল ভঙ্গ করায় এই শাস্তি পেলেন বেঞ্জামিন গ্লিন নামের ৪০ বছর বয়সী লোকটি।

গত মে মাসে ট্রেনে যাওয়ার সময় মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় চারটি অভিযোগ ওঠে ওই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের হুমকি ও জনসাধারণের মনে উপদ্রব সৃষ্টিও।   পরবর্তীতে জুলাইয়ে তাকে আদালতে হাজির করা হয়। এই অভিযোগের শাস্তিই গত বুধবার থেকে কার্যকর করা হলো।

শাস্তি প্রদানের পূর্বে, আচরণ এবং আদালতে মন্তব্যের জন্য বিচারক কর্তৃক মানসিক মূল্যায়নের শিকার হন গ্লিন।

বুধবার আদালতে গ্লিন তার ওপর আনীত ‘বেআইনি অভিযোগ’ প্রত্যাহার করতে বলেন এবং পাসপোর্ট ফেরত দিতে বলেন যাতে তিনি ব্রিটেনে তার পরিবারের কাছে ফেরত যেতে পারেন। সিএনএ-এর বরাতে এমনটাই জানায় সিএনএন।

করোনাভাইরাসের ব্যাপারে বেশ কড়াকড়ি নিয়ম-আদেশ জারি আছে সিঙ্গাপুরে। এশিয়ান বিজনেস হাব এই দেশটিতে কভিড-১৯ নিয়ম ভাঙলে জেল শাস্তির পাশাপাশি অর্থদণ্ড দেওয়ারও ব্যবস্থা রয়েছে। নিয়ম ভঙ্গের ফলে কিছু বিদেশির কাজের অনুমতিও প্রত্যাহার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে, করোনার নিয়ম তোয়াক্কা করায় সিঙ্গাপুরের আদালত এক ব্রিটিশ নাগরিককে দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছিল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments