Saturday, May 11, 2024
HomeScrollingফ্লাইট চালু ২২ আগস্ট

ফ্লাইট চালু ২২ আগস্ট

অনলাইন ডেস্ক।।

ভারতের সঙ্গে বিমান চলাচল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২ আগস্ট থেকে পুনরায় ফ্লাইট চালু করবে।

ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চলবে রবিবার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ সব তথ্য দেওয়া হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেন ২০ আগস্ট নাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তির অধীনে আকাশ পথে যোগাযোগ স্থাপিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়।

এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।

দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তির আওতায় কভিড-১৯ মহামারি চলাকালে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments