Monday, April 29, 2024
HomeScrollingআফগানিস্তানে (লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল নিকৃষ্টতম সিদ্ধান্ত: ট্রাম্প

আফগানিস্তানে (লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল নিকৃষ্টতম সিদ্ধান্ত: ট্রাম্প

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানে (লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’— যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, “আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সবকিছু পুনর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।’’

“সেখানে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।”

অবশ্য যেভাবে আফগানিস্তান সেনা প্রত্যাহার করা হয়েছে, সে জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন ট্রাম্প। ক্ষমতায় থাকলে তিনি ভিন্নরকম কিছু করতেন বলে দাবি করেন।

“সেখান আমি সৈন্য সংখ্যা ২০ হাজার থেকে আড়াই হাজারে নামিয়ে এনেছিলাম। সামরিক বাহিনীকে সরিয়ে আনার আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে আনলে সেটা আমাদের জন্য সহায়ক হতো। আগে আমাদের সেখান থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা উচিত, সামরিক বাহিনীকে তারপরে প্রত্যাহার করা উচিত।’’

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments