Sunday, April 28, 2024
HomeScrollingদ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিল বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক।।

আরেকটি মনে রাখার মতো রাত। প্রথম টি-টোয়েন্টির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিল বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। ১২২ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৮ বল হাতে রেখে।

এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০তে।

জয়ের পথে বাংলাদেশ

চাপ কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ।

১২২ রান তাড়ায় ১৭ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ১০৮/৫। জয়ের জন্য আর ৩ ওভারে আর ১৪ রান প্রয়োজন। আফিফ হোসেন ২৫ ও নুরুল হাসান ২০ রান নিয়ে ব্যাট করছেন।

মেহেদিকেও হারাল বাংলাদেশ

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর পর সেট ব্যাটার মেহেদি হাসানকেও হারাল বাংলাদেশ। ১২২ রান তাড়ায় ১১.২ ওভারে ৬৭ রানে ৫ উইকেট পড়ল টাইগারদের।

অ্যাডাম জাম্পার বলে স্টাম্পড হয়েছেন মেহেদি। ২৪ বলে ১ ছক্কায় ২৩ রান করেছেন তিনি। অষ্টম ওভারে জাম্পাকেই একামাত্র ছক্কাটা হাঁকান মেহেদি।

সাকিবের পর মাহমুদউল্লাহকেও হারিয়ে চাপে বাংলাদেশ

সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহ রিয়াদকেও হারাল বাংলাদেশ। ১২২ রান তাড়ায় ৯.৩ ওভারে ৫৯ রানে ৪ উইকেট পড়ল স্বাগতিকদের।

অ্যাস্টন অ্যাগারের বলে বোল্ড হয়েছেন মাহমুদউল্লাহ। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

মেহেদি হাসানের সঙ্গে এখন ব্যাট করছেন আফিফ হোসেন।

সাকিবকে হারাল বাংলাদেশ

দারুণ খেলছিলেন সাকিব আল হাসান। মেহেদি হাসানকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে আন্দ্রে টাইয়ের করা ইনিংসের নবম ওভারে ফিরলেন এই বাঁহাতি। ৮.৩ ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ।

১৭ বলে ৪ চারে ২৬ রান করে টাইয়ের বলে বোল্ড হয়েছেন সাকিব।

রিভিউ নিয়ে বাঁচলেন সাকিব

সৌম্য সরকার ফেরার পর তৃতীয় ওভারে উইকেটে এসেই মিচেল স্টার্ককে টানা তিন বলে বাউন্ডারি হাঁকান সাকিব আল হাসান। এরপর অবশ্য কিছুটা সাবধানী হন। অ্যাস্টন অ্যাগারের করা সপ্তম ওভারের প্রথম বলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফল হন সাকিব।

১২২ রান তাড়া করতে নেমে ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪১/২। সাকিব ১১ বলে ১৭ ও মেহেদি ১৬ বলে ১৪ রানে ব্যাট করছেন।

সৌম্যর পর ফিরলেন নাঈমও

সৌম্য সরকারের পর আরেক ওপেনার মোহাম্মদ নাঈমকেও হারাল বাংলাদেশ। ৩.১ ওভারে ২১ রানে পড়ল বাংলাদেশের দ্বিতীয় উইকেট।

নাঈমকে বোল্ড করেছেন জস হ্যাজলউড। ১৩ বলে ৯ রান করে ফিরলেন নাঈম।

তিনে নামা সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদি হাসান।

শূন্য রানে স্টার্কের বলে বোল্ড সৌম্য

আগের ম্যাচের ব্যর্থতা ঢাকতে পারলেন না সৌম্য সরকার। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরলেন এই বাঁহাতি ওপেনার। ১২২ রান তাড়া করতে নেমে ২.২ ওভারে ৯ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

সৌম্য ২ বল খেলে কোনো রান করতে পারেননি। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন তিনি। মঙ্গলবার প্রথম ম্যাচে ২ রান করেছিলেন তিনি।

বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। আগের ম্যাচে টস জিতে বোলিং করলেও এদিন প্রথমে ব্যাটিং বেছে নেয় অজিরা।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান তুলে দলটি।

বাংলাদেশের বোলারদের সামনে অজি ব্যাটাররা মোটেও হাতখুলে খেলতে পারেনি। সর্বোচ্চ ৪৫ রান করেছেন মিচেল মার্শ। ৪২ বলে ৫ চারে এই রান তার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ময়জেস হেনরিকস। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি।

বাংলাদেশের পক্ষে এদিন সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। শরিফুল ২৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান। ৪ উইকেট নিয়ে আগের ম্যাচের সেরা খেলোয়াড় নাসুম আহমেদ এদিন ছিলেন উইকেটশূন্য।

শরিফুলের দ্বিতীয় শিকার টার্নার

১৮তম ওভারে মোস্তাফিজ পর পর দুই বলে তুলে নেন ম্যাথু ওয়েড ও অ্যাস্টন অ্যাগারকে। ১৯তম ওভারে আক্রমণে এসে অ্যাস্টন টার্নারকে তুলে নিলেন শরিফুল ইসলাম। ১৮.২ ওভারে ১০৬ রানে ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

টার্নার ৭ বলে ৩ রান করেন। তিনি শরিফুলের দ্বিতীয় শিকার।

জোড়া শিকার মোস্তাফিজের

ম্যাথু ওয়েডকে ফেরানোর পরের বলেই অ্যাস্টন অ্যাগারকে ফেরালেন মোস্তাফিজুর রহমান।

১৭.৪ ওভারে ১০৩ রানে ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া। অ্যাগার ডাক মেরে ফিরেছেন।

ওয়েডের স্টাম্প উপড়ে দিলেন মোস্তাফিজ

স্লগ ওভারে যখন দ্রুত রান তোলার পালা, তখন মোস্তাফিজুর রহমানের আঘাত। অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করলেন কাটার মাস্টার। বলের লাইন মিস করেন ওয়েড। স্টাম্প একেবারে উপড়ে যায়। ৭ বলে ৪ রান করে ফিরেন ওয়েড। তাতে ১৭.৩ ওভারে ১০৩ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

মার্শকে ফেরালেন শরিফুল

মিচেল মার্শকে ফিফটি করতে দিলেন না শরিফুল ইসলাম। ইনিংসের ১৭তম ওভারে উইকেটের পেছনে মার্শকে ক্যাচে পরিণত করলেন শরিফুল।

১৬.১ ওভারে ৯৯ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া। মার্শ ৪২ বলে ৪৫ রান করেছেন ৫ চারে।

জুটি ভাঙলেন সাকিব

দ্রুত দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। তবে ময়জেস হেনরিকসকে নিয়ে তৃতীয় উইকেটে লড়াই চালাচ্ছিলেন মিচেল মার্শ। দুজনের ৫৭ রানের জুটিটা ভাঙলেন সাকিব আল হাসান। হেনরিকসকে সরাসরি বোল্ড করলেন এই বাঁ-হাতি স্পিনার। তাতে ১৪.২ ওভারে ৮৮ রানে ৩ উইকেট হারাল অজিরা।

হেনরিকস ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করেছেন।

১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬৭/২

৩১ রানে দুই উইকেট হারানো অস্ট্রেলিয়াকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মিচেল মার্শ। তৃতীয় উইকেট জুটিতে ময়জেস হেনরিকসকে নিয়ে এগোচ্ছেন তিনি।

১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭/২। মার্শ ৩২ বলে ৩২ ও হেনরিকস ১৫ বলে ১৪ রান নিয়ে উইকেটে আছেন।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩২ রান তুলতে পারে।

মোস্তাফিজের বলে বোল্ড ফিলিপি

অ্যালেক্স ক্যারিকে তুলে নিয়েছিলেন মেহেদি হাসান। এবার আরেক ওপেনার জস ফিলিপিকে ফেরালেন পেসার মোস্তাফিজুর রহমান। ৫.৪ ওভারে দলীয় ৩১ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

১৪ বলে ১০ রান করে মোস্তাফিজের বলে বোল্ড হলেন ফিলিপি। এর আগে ১১ বলে ১১ রান করে মেহেদির বলে নাসুমের হাতে ক্যাচ হয়েছেন ক্যারি।

তৃতীয় ওভারেই উইকেট, মেহেদির শিকার ক্যারি

তৃতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। ১১ রান করা অ্যালেক্স ক্যারিকে ফেরালেন অফ স্পিনার মেহেদি হাসান। ২.৩ ওভারে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এদিনও আগের ম্যাচের মতো মেহেদিকে দিয়ে ইনিংস শুরু করেন। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করেন মেহেদি। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন আগের ম্যাচের ম্যাচসেরা নাসুম আহমেদ। তাকে দুটি চার হাঁকানোসহ ওই ওভারে মোট ৯ রান তোলেন অ্যালেক্স ক্যারি।

ইনিংসের তৃতীয় ওভারে ফের আক্রমণে এসেই সেই ক্যারিকেই তুলে নিলেন মেহেদি। আরেক ওপেনার জস ফিলিপির সঙ্গে এখন যোগ দেবেন মিচেল মার্শ।

টস জিতে এবার ব্যাটিং নিল অস্ট্রেলিয়া

আবারো টসে জয় অস্ট্রেলিয়ার। তবে এবার ব্যাটিং বেছে নিল দলটি। অর্থাৎ পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে বোলিং করবে বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। তার আগে বিকেল সাড়ে ৫টায় ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। দুই দলই প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নামতে যাচ্ছে।

মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পঞ্চম দেখায় এই জয় আসে টাইগারদের। আগের চার ম্যাচের সব কটিতেই হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments