Monday, April 29, 2024
HomeScrollingলকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ফাউচি

লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ফাউচি

অনলাইন ডেস্ক।।

অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না।

দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি স্থানীয় সময় রবিবার এ কথা বলেছেন।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা।

এবিসি’র ‘দিস উইক’কে তিনি বলেন, যথেষ্ট লোককে টিকা দেওয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না।

এর আগে ডেল্টার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

কিন্তু ফাউচি বলছেন, ‘আমি মনে করছি না যে, আমরা আবারও লকডাউনে যাচ্ছি।’

এদিকে অতি সংক্রামক ডেল্টা ধরনের কারণে চীন ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডাউন জারি করেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন, তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে।

তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেওয়া লোকজনের করোনার ঝুঁকি কম। সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না।

তিনি বলেন, টিকা যারা নেয়নি, তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments