Monday, April 29, 2024
HomeScrollingসরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

অনলাইন ডেস্ক।।

দেশের সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এমন নির্দেশনা দিয়ে সব সিনিয়র সচিব ও সচিবদের চিঠি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

করোনা মহামারী পরিস্থিতির অবনতি হলে গত ১ জুলাই থেকে সরকারি বিধি-নিষেধে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্ধ রাখা হয়েছে গণপরিবহনসহ শপিংমল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে সেনা ও বিজিবি সদস্যরা।

 

সূত্র-দেশ রুপান্তর
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments