Friday, May 3, 2024
HomeScrollingআমার স্ত্রী বলল, আমি নাকি তার বাচ্চার বাবা হওয়ার যোগ্য না: নোবেল

আমার স্ত্রী বলল, আমি নাকি তার বাচ্চার বাবা হওয়ার যোগ্য না: নোবেল

অনলাইন ডেস্ক |

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি বাবা হওয়ার স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছিলেন আলোচিত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। কিন্তু নোবেলের স্ট্যাটাস দেওয়ার পরপরই তার স্ত্রী সালসাবিল মাহমুদ দাবি করেন তিনি প্রেগন্যান্ট নন।

স্ত্রীর এমন দাবির বিপরীতে নিজের বক্তব্য তুলে ধরতে শুক্রবার নোবেল নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি জানান, তার স্ত্রী কোথায় আছে তার খোঁজ তিনি জানেন না। এমনকি তার স্ত্রী তাকে ফোন দিয়ে বলেছেন নোবেল নাকি বাবা হওয়ার যোগ্য না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল বলেন, ‘মাতৃত্ব কেবল মাত্র একজন নারীর জন্যই পবিত্র কিংবা সম্মানের বিষয় নয়। একজন পুরুষের জন্যও অত্যন্ত আনন্দের এবং খুব গর্বের একটি বিষয়। এগুলো নিয়ে কেউ মিথ্যাচার করে না। একটি শিশুকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেন মা। কিন্তু শিশুর পিতা কিন্তু সেই মা-কে ১০ মাস বুকে আগলে রাখে। আমার স্ত্রী, সালসাবিল তার অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণগুলো আমার সঙ্গে শেয়ার করেন এবং তার ফলশ্রুতিতে আমি এক্সাইটেড হয়ে স্ট্যাটাসটি গণমাধ্যমে প্রকাশ করি। সম্ভাব্য পিতা হিসেবে বিষয়টা কি স্বাভাবিক নয়? আপনি বাবা হওয়ার ইঙ্গিত পেলে নিজে কি করতেন বলুন? আমি মাত্র ২৩ বছর বয়সে বাবা হওয়ার খুশি ধরে রাখতে পারিনি।’

নোবেল সালসাবিলের বাচ্চার বাবা হওয়ার যোগ্য নয়-স্ত্রীর এমন মন্তব্য উল্লেখ করে নোবেল লেখেন, ‘স্ট্যাটাসটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী, সালসাবিল আমাকে ফোন করে বাচ্চা ‘অ্যাবর্শন’ করে ফেলবে, এই হুমকি দেয়। কারণ আমি নাকি তার বাচ্চার বাবা হওয়ার যোগ্য না।’

শ্বশুরবাড়ি থেকে হুমকি পাচ্ছেন দাবি করে নোবেল লেখেন, ‘আমার অনেক হেটার্স! অনেক কন্ট্রোভার্সি। ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে একটু কম। যেহেতু আমাদের শিল্পীদের গত বছর মার্চ থেকে ‘লাইভ কনসার্ট’ বন্ধ। তা ছাড়া দুজন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে সম্মতিতে বিয়ে করেছি, তাই আমার স্ত্রীর পিতৃপক্ষ কোনোভাবেই আমাদের বিয়ে টিকতে দেবে না। এমনকি আমার ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে।’

আফসোস করে নোবেল বলেন, ‘যদিও আমি আমার স্ত্রীকে মেডিকেল টেস্ট করবার আগেই আনন্দে উৎফুল্ল হয়ে স্ট্যাটাসটি দিই। মেডিকেল করলে হয়তো পজিটিভই আসত। তবে জানি না এতক্ষণে আমার সম্ভাব্য বাচ্চাটি জীবিত আছে নাকি “পিলস” খেয়ে শিশুটির মা শিশুটিকে খুন করেছে। তবে কয়েকটি মাস পর যে শিশু বা ফেরেশতাটি পৃথিবীর আলো দেখতো, আমার প্রাণ চলে গেলেও আমি তার প্রাণহানি হতে দিতাম না।’

নিজের স্ত্রীর কোনো সন্ধান জানিয়ে নোবেল লেখেন, ‘আমি তো আমার স্ত্রীর কোনো সন্ধানই জানি না। কোথায় থাকে, কার সাথে থাকে, কি করে, কি পরে, কি খায়? কিছুই জানি না। এই ১.৫ বছরের বৈবাহিক জীবনে আমার সঙ্গে আমার স্ত্রী খুব অল্প সময়ই ছিলো। কারণ সে তার পড়ালেখা এবং তার বাবা-নানু-খালা-বোনদের নিয়ে ব্যস্ত থাকে। সংসারটা এখনো আমার করা হয়নি। হয়তো হবে একদিন।’

সাংবাদিকদের সংবাদটি প্রকাশ করার অনুরোধ জানিয়ে নোবেল লেখেন, ‘আমাদের সম্প্রতি পাবনা ট্যুরে আমার স্ত্রী নিজেই বলেছেন তিনি বাচ্চা নিতে ইচ্ছুক। তবে কোনো আজ এই কাদা ছোড়াছুড়ি। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করার জন্য।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments