Sunday, May 5, 2024
HomeScrolling‘ডিজিটাল বাংলাদেশ’ পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে: তথ্য ও সম্প্রচার সচিব

‘ডিজিটাল বাংলাদেশ’ পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে: তথ্য ও সম্প্রচার সচিব

অনলাইন ডেস্ক |

তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সামাজিক, অর্থনৈতিক, মানবিক সব ক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের বিকল্প নেই।

বুধবার সকালে তথ্য অধিদপ্তর ও এটুআই আয়োজিত ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় সচিবালয়ের নিজ দপ্তর থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ কথা বলেন।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সাবেক সচিব কামরুন নাহার বিশেষ বক্তা এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান ও যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মো. হ‌ুমায়ূন কবীর প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন।

দেশ ও সমাজের অগ্রযাত্রাকে মসৃণ রাখতে তথ্যের যথাযথ ব্যবহার ও প্রবাহ একান্ত সহায়ক উল্লেখ করে তথ্যসচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে জনগণ যে সুফল পাচ্ছে, তা গণমাধ্যমের সাহায্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারলে জনগণ আরও ব্যাপকতরভাবে ডিজিটাল পদ্ধতির সুবিধা লাভে সক্ষম হবে।

এ বিষয়ে দেশের গণমাধ্যমের চলমান ভূমিকার প্রশংসা করেন ও তা আরও বৃদ্ধি করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মো. মকবুল হোসেন।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের উন্নয়নের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে যেমন যত্নবান তেমনি গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নেও কাজ করতে বদ্ধপরিকর।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments