দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা শহর আংশিক বা পুরোপুরি লকডাউন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনটা প্রচার পেলেও তা অস্বীকার করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, এখনই লকডাউন করতে বলেনি বিশ্ব স্বাস্থ সংস্থ্যা।
রোববার (২২ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শনিবার দুপুরে বনানী ১১ নম্বর রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বাসায় এক বৈঠকে এই পরামর্শ দেন ডব্লিউএইচওর প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মেয়র।
ডব্লিউএইচওর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বার্নার্ড জুরস রানার বরাতে সাঈদ খোকন জানিয়েছিলেন, লকডাউন বা জরুরি অবস্থা জারি করে করোনা আক্রান্ত দেশগুলো সুফল পেয়েছে। তাই জরুরি প্রয়োজনে বাংলাদেশেও এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএইচও ধারণা করছে, বাংলাদেশে করোনা সংক্রমণ ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সেই সংবাদ সঠিক নয় বলে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে এটা ঠিক নয়। এ ধরনের পরামর্শ তারা দেয়নি।
তিনি আরও বলেন, করোনা সতর্কে তারকাদের মাধ্যমে বিভিন্ন প্রচারণা বিজ্ঞাপন দেয়া হবে। এছাড়া গুজব প্রতিরোধ সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।