Friday, May 3, 2024
HomeScrollingজার্মানি-ফ্রান্স ম্যাচে মাঠে হঠাৎ প্যারাসুটে আন্দোলনকারী

জার্মানি-ফ্রান্স ম্যাচে মাঠে হঠাৎ প্যারাসুটে আন্দোলনকারী

অনলাইন ডেস্ক |

ইউরো কাপে জার্মানি বনাম ফ্রান্স ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মঙ্গলবার মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় ম্যাচ শুরুর বাঁশি বাজার ঠিক কিছুক্ষণ আগে হঠাৎ মাঠের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে এক প্যারাসুট। সেই প্যারাসুটে ছিলেন গ্রিনপিসের এক আন্দোলনকারী।

এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে ‘গ্রিনপিস’ নামক সংস্থাটি। এ বারের ইউরোতে ওই গাড়ি প্রস্তুতকারক সংস্থা মূল স্পনসর। যার ফলে প্রতিবাদ জোরালো করার জন্য মরিয়া হয়ে ওঠে গ্রিনপিস। আর তাই প্রতিবাদের এই পন্থ বেছে নেয় তারা।

প্যারাসুটে লেখা ছিল ‘কিক আউট ওয়েল।’ এই প্রতিবাদ অভিনব কায়দায় হলেও, তার ফলে আহত হন জার্মানি বনাম ফ্রান্স ম্যাচ দেখতে আসা কয়েকজন দর্শক।

আহত দর্শকদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীকেও গ্রেপ্তারও করা হয়। মিউনিখ পুলিশের এক মুখপাত্র বলেন, ‘দুজনের মাথায় আঘাত লেগেছে। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।’

ঘটনাটি মোটেও ভালো চোখে দেখছে না উয়েফা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এটা একটা অনভিপ্রেত ঘটনা। যে সকল দর্শক গ্যালারিতে উপস্থিত ছিল, সকলের জীবনের ঝুঁকি ছিল। এর ফলে প্রচুর দর্শক আহত হতে পারত। আপাতত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইন মেনেই আন্দোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গ্রিনপিস টুইটারে লেখে, ‘এই আন্দোলনের দ্বারা আমরা খেলা বানচাল করা কিংবা কোনো দর্শককে আহত করতে চাইনি। আশা করি সবাই ভালো আছেন এবং কেউ মারাত্মক আহত হননি।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments