Friday, May 3, 2024
HomeScrollingভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক |

ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্ট গার্ড। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেশ রূপান্তরকে রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে লিবিয়া অবজারভারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কোস্ট গার্ডের দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়। রাবারের ডিঙি নৌকায় করে অভিবাসী প্রত্যাশীদের পাচার করা হচ্ছিল। তারা সবাই এশিয়ান এবং আফ্রিকান নাগরিক।

লিবিয়ান নাভাল ফোর্স জানিয়েছে, জরুরি কল পেয়ে দুটি উদ্ধারকারী নৌযান সাগরে যায়। নৌকাগুলো মানুষে পরিপূর্ণ ছিল।

ভুক্তভোগীদের উদ্ধার করে অবৈধ অভিবাসন বিরোধী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চলতি বছরের মে পর্যন্ত লিবিয়ান কোস্ট গার্ড ৯ হাজার ২১৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গত বছর এই সময়ে উদ্ধার হয়েছিল ৭ হাজার জন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে বিভিন্ন দেশের ১১ হাজার মানুষ লিবিয়ায় ঢুকেছেন।

পাশাপাশি জানুয়ারি থেকে মে পর্যন্ত সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৭০০ জন। গত বছর মৃত্যুর সংখ্যা ছিল দ্বিগুণ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments