Tuesday, May 7, 2024
HomeScrollingতুরস্কে নতুন আবিষ্কৃত খনিতে আছে ২০ টন স্বর্ণ

তুরস্কে নতুন আবিষ্কৃত খনিতে আছে ২০ টন স্বর্ণ

অনলাইন ডেস্ক |
বিশাল মজুত থাকা সত্ত্বেও চলতি শতকের শুরুর দিকে দেশটির ১ গ্রাম স্বর্ণও উত্তোলনের সক্ষমতা ছিল না
বিশাল মজুতের স্বর্ণের খনি আবিষ্কারের খবর দিয়েছে তুরস্ক। যেখান থেকে ২০ টন স্বর্ণ আহরণ করা যাবে বলে অনুমান দেশটির। সঙ্গে ঘোষণা এসেছে রুপার মজুতের।
ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়, খনিতে থাকা স্বর্ণের বাজার মূল্য ১২০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে সাড় ৩ টন রুপার বাজার দর ২৮ লাখ ডলার বা সাড়ে ২৩ কোটি টাকার বেশি।এ মজুতের সন্ধান মিলেছে তুরস্কের পূর্বাঞ্চলীয় আরি প্রদেশে। বৃহস্পতিবার একটি স্বর্ণ খনির উদ্বোধনের সময় এ ঘোষণা দেন দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা ভারানক। সেখানে উপস্থিত ছিলেন জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডনমেজ।

ভারানক বলেন, এ আবিষ্কার তুরস্ক ও আরি অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও জানান, তুরস্কে পাওয়া অন্য স্বর্ণ খনি থেকে নতুন আবিষ্কৃত খনির ধাতুর মান অনেক উন্নত। যার গ্রেড ভ্যালু ০.৯২। এ খাতে ১৬ কোটি ডলার বিনিয়োগ দরকার বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে যোগ করেন, পরিবেশবান্ধব প্রযুক্তিতে খনি থেকে স্বর্ণ আহরণ করা হবে।

স্বর্ণ উত্তোলনে তুরস্ক সাম্প্রতিক সময়ে বেশ দক্ষতা অর্জন করেছে। গত বছর মহামারি সত্ত্বেও ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন স্বর্ণ উত্তোলন করে। অথচ বিশাল মজুত থাকা সত্ত্বেও চলতি শতকের শুরুর দিকে দেশটি ১ গ্রাম স্বর্ণও উত্তোলন করতে পারেনি। বর্তমানে বিলিয়ন বিলিয়ন ডলারের এ শিল্পে কয়েক মানুষ কাজ করছে।

এ দিকে কয়েক মাসের মধ্যে দুইবার কৃষ্ণ সাগরের রেকর্ড মজুতের গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেয় তুরস্ক।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments