Monday, April 29, 2024
HomeScrollingসেই রবীন্দ্রসংগীত জয় করল পাকিস্তান

সেই রবীন্দ্রসংগীত জয় করল পাকিস্তান

অনলাইন ডেস্ক |

বাঙালির আত্মপরিচয়ের অন্যতম স্মারক যেই রবীন্দ্রসংগীতকে একসময় নিষিদ্ধ করেছিল পাকিস্তান, সেই দেশটিতেই এবার টিভি সিরিয়ালে বরণ করে নেওয়া হলো রবিঠাকুরের গানকে। এ যেন রবীন্দ্রসংগীতের পাকিস্তান জয়।

পাকিস্তানের এক উর্দু টিভি সিরিয়ালে রবিঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ পরিবেশন করা হয়েছে। সিরিয়ালের গানের সেই দৃশ্যটি সম্প্রতি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পাকিস্তানি নির্মাতা মেহেরিন জব্বারের পরিচালনায় ‘দিল কেয়া করে’ সিরিয়ালে বাংলাভাষায় গানটি পরিবেশন করেছেন ভারতীয় গায়িকা ও অভিনেত্রী শর্বরি দেশ পাণ্ডে।

সেভেনথ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ৩০ পর্বের সিরিজটি ২০১৯ সালের ১৪ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত পাকিস্তানের জিও টেলিভিশনে প্রচার হয়েছে।

গানের দৃশ্যে দেখা গেছে, এক তরুণী চরিত্রের কণ্ঠে ‘আমার পরান যাহা চায়’ মুগ্ধ হয়ে শুনছেন বাকি তিন তরুণ-তরুণী চরিত্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনয়শিল্পী ফিরোজ খান, জেইন বেগ, মরিয়ম নাফিসসহ আরও অনেকে।

পরিষ্কার বাংলায় গাওয়া শর্বরি দেশ পাণ্ডের গায়কি প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুম্বাইয়ে জন্ম নেওয়া শর্বরি পড়াশোনা করেছেন নিউ ইয়র্কে। তিনি নির্মাতা মিরা নায়ারের টিভি সিরিজ ‘এ সুইটেবল বয়’, ও মেঘনা গুলজারের পরিচালনায় ‘ছপাক’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নিউ ইয়র্কে বেড়ে ওঠা নির্মাতা মেহেরিন জব্বার ২০০৮ সালে ‘রামচাঁদ পাকিস্তানি’ নামের চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন।

প্রগতিবাদী নির্মাতা হিসেবে পরিচিত মেহরিন সেই চলচ্চিত্রে পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীদের জীবনযাপন তুলে ধরেছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় নির্মাতা, অভিনেত্রী নন্দিতা দাস।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments