Saturday, May 4, 2024
Homeসারাদেশঢাকা বিভাগকালকিনিতে আগামীকাল ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন ড. আবদুস সোবহান গোলাপ এমপি

কালকিনিতে আগামীকাল ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন ড. আবদুস সোবহান গোলাপ এমপি

কালকিনি (মাদারীপুুর) প্রতিনিধি
মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, ড. আবদুস সোবহান গোলাপ এমপি’র উন্নয়নের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৪ জুন ৫টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হবে। আর উন্নয়ন প্রকল্পগুলো হলোঃ ২০২০-২০২১ অর্থ বছরে ” মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ” প্রকল্প উদ্ধোধন। ২০২০-২০২১ অর্থ বছরে “ইউনিয়ন পর্যায়ে কৃষক সেবা কেন্দ্র স্থাপন ও প্রযুক্তি সম্প্রসারণ পাইলট” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন পাঙ্গাসিয়া গ্রামে কৃষক সেবা নতুন ভবন উদ্ধোধন। ২০২০-২০২১ অর্থ বছরে ” মাদারীপুর – শরীতপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন ইউজেডআর-১, বর্ডার ঘাট হতে উত্তর রমজানপুর নতুন হাট সড়ক চেইনেজ ০০-৩৪৩২ মিঃ বিসি দ্বারা উন্নয়ন উদ্ভোধন। ২০২০-২০২১ অর্থ বছরে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন রমজানপুর ইউনিয়নের পূর্ব চর আইড়কান্দি মরহুম সাহেব আলী হাওলাদার নতুন জামে মসজিদ উন্নয়ন। ২০২০-২০২১ অর্থ বছরে “মাদারীপুর-শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন পূর্ব চর আইড়কান্দি জিপিএস হতে উত্তর রমজানপুর নুরানী মাদ্রাসা সড়ক চেইনেজ ০০-১৬০০ মিঃ বিসি দ্বারা উন্নয়নের উদ্ভোধন করা হবে।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments