Sunday, May 5, 2024
HomeScrollingসিপিএল খেলা হচ্ছে না সাকিবের?

সিপিএল খেলা হচ্ছে না সাকিবের?

আসন্ন ক্যারিবিয়ান ক্রিকেট লিগ-সিপিএলে খেলতে সাকিব আল হাসানকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা ছাড়পত্র নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের সামনে ব্যস্ত সময়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সিরিজ রয়েছে। বিসিবি চাইছে, পূর্ণশক্তির দল নিয়ে লড়াই করতে।

বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেছেন, ‘সিপিএলের এনওসি নিয়ে এখনো সিদ্ধান্ত নেইনি আমরা। সময় আসলে দেখা যাবে। তবে আমরা অবশ্যই পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামতে চাই।’

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে জনপ্রিয় ৬ দলের এই টুর্নামেন্টে এবারের আসরে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস।

সাকিব এর আগেও দলটির হয়ে খেলেছেন। চার মৌসুম আগে।

করোনার কারণে গত আসরে সিপিএলে খেলোয়াড়-কোচ-কোচিং স্টাফসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টদের থাকতে হয়েছিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। এবারের আসরেও তেমন নিয়ম করতে যাচ্ছে সিপিএল কর্তৃপক্ষ।

গত আসরের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। আসন্ন আসরের ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। তবে এবারের আসরে দেখা যাবে দর্শক। করোনার কারণে গত বছর স্টেডিয়ামে কোনো দর্শকের মাঠে খেলা দেখার অনুমতি ছিল না। এবার ধারণক্ষমতার অর্ধেক দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments