Monday, April 29, 2024
HomeScrollingফ্লয়েডের বোন বলছেন, বাইডেন কথা রাখেননি

ফ্লয়েডের বোন বলছেন, বাইডেন কথা রাখেননি

তিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেননি জর্জ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড।

ব্রিজেট জানিয়েছেন, জামিন সংক্রান্ত আইন সংস্কারের বিষয়ে বাইডেন তাদের কথা দিয়েছিলেন। কিন্তু সেটি হয়নি।

ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে ব্রিজেট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে র‌্যালিতে অংশ নেন। সেখানেই তিনি এসব কথা বলেন।

জালিয়াতির অভিযোগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার চাওভিন। মৃত্যুকালে ফ্লয়েডকে বেশ কয়েকবার বলতে যায়- ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র জুড়ে ফেটে পড়ে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ গোটা বিশ্বে বারুদের মতো ছড়িয়ে পড়ে সেই আন্দোলন।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা চাওভিনের সঙ্গে থাকা আরও তিন পুলিশ অফিসার অ্যালেক্সান্ডার কুয়েং, টমান ল্যান ও তু থাওকে তখন বরখাস্ত করা হয়। ফ্লয়েডকে হত্যায় চাওভিনকে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করার মামলা হয়েছে। তবে তারা জামিনে মুক্তি পেয়েছেন আগেই।

গত মঙ্গলবার পর্যন্ত বাইডেনের সময় ছিল আইন সংস্কারের বিলে স্বাক্ষর করার।

এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলেন ব্রিজেট। কিন্তু কয়েক জনকে অভিযুক্ত করা হয়নি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments