Saturday, May 4, 2024
HomeScrollingদেশে পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ টিকা

দেশে পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ টিকা

ছবি: চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়া লং ইয়ানের ফেসবুক থেকে নেওয়া।

বাংলাদেশকে চীনের উপহার দেওয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার ভোরে সিনোফার্মের দেওয়া টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি-১৩০জে কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

চীনের টিকা এসে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এর আগে বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে উপহারের টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করে।

গত সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।

এরপর চীনের দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেজে জানায়, টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। কোল্ড চেইন কন্টেইনারে করে সেগুলো বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে।’

অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকা কর্মসূচি।

সমালোচনার মুখে টিকার বিকল্প উৎসের খোঁজে নামে সরকার। রাশিয়ার স্পুৎনিক-ভি আর চীনের সিনোফার্মের টিকা অনুমোদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও টিকা চাওয়া হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments