Monday, April 29, 2024
Homeগণমাধ্যমমাদারীপুর জেলার রবিবারের সর্বশেষ ২৪ ঘন্টার করোনা আপডেট

মাদারীপুর জেলার রবিবারের সর্বশেষ ২৪ ঘন্টার করোনা আপডেট


মাসুদুর রহমানঃ
করোন ভাইরাসে শনাক্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জনের মধ্যে ৯ জনকে ছাড়পত্র প্রদান করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে ৪ জন রয়েছে যারা পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে শনাক্ত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয় নাই। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ১৭ জন ব্যক্তি মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। এর মধ্যে আজ রবিবার ৯ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস নেগেটিভ হওয়ায় তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো সংক্রমিত ৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, ছাড়পত্র পাওয়া ৯ জনের মধ্যে দ্বিতীয় বারের মতো আক্রান্ত হওয়া ৪ জন গত ৯ এপ্রিল এবং বাকি ৩ জন গত ৫ এপ্রিল থেকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। এছাড়া মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন ব্যক্তি করোনা ভাইরাস শনাক্ত হয় নাই।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় ৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ১৫৯ জন হোম কোয়ারেন্টানে রয়েছে। জেলায় মোট হোম কোয়ারেন্টান শেষ করেছেন ১৩৮৮ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১১ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

তিনি আরও জানান, শিবচর উপজেলায় আক্রান্ত চিকিৎসক ও তার সন্তান হোম আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত মোট ২০৩ জনের রিপোর্ট পাওয়া গেছে এবং গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৩৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আজও মাদারীপুর জেলা অবরুদ্ধ (লকডাউন) অবস্থায় রয়েছে। প্রশাসন ও পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন লকডাউন কার্যকর

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments