Friday, May 3, 2024
HomeScrollingবংশালে র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

বংশালে র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

রাজধানীর বংশালে র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার।,

gর‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০২ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২২.৪০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন মালিটোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। অর্জুন রবি দাশ (৪৫), ২। মোঃ ফজলুল হক (৫৮), ৩। মোঃ জাফর সরদার (৪০), ৪। মোঃ বিপ্লব (৪৯), ৫। শামীম আহমেদ (৫২), ৬। মোঃ মোজাহার (৩৮), ৭। মোঃ পীযুষ (৩৮), ৮। মোঃ মিন্টু (৫০), ৯। মোঃ রবিন (৩২), ১০। মোঃ দেলোয়ার (৪০) ও ১১। মোঃ খোকন (৪৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ (দুইশত আট) পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১ টি মোবাইল ফোন ও নগদ ৩৪,৬৪০/-(চৌত্রিশ হাজার ছয়শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments