Friday, May 3, 2024
HomeScrolling৫শত নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে অদম্য মাদারীপুর

৫শত নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে অদম্য মাদারীপুর

মাদারীপুর প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০বছর পুর্তি উপলক্ষে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ শ্লোগানে মাদারীপুরে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপিং ও স্বেচ্চায় রক্তদানে উৎসাহিতকরণে ৯বারের মত কর্মসূচি পালন করেছে “অদম্য মাদারীপুর”। শুক্রবার সকাল থেকেই মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী প্রায় ৫শত নারী পুরুষ ও শিশুদের এ রক্তের গ্রুপিং করে দেয়া হয়।

মাদারীপুর সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুর এর সভাপতি মো. এনামুল হক এর সভাপতিত্বে অদম্য মাদারীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মো. হযরত আলী উদ্যোগে এবং অদম্য মাদারীপুর সংগঠনের সদস্য ও মস্তফাপুর যুবসংঘের সার্বিক সহযোগিতায় উক্ত ফ্রি রক্তের গ্রুপিং কর্মসূচির মিডিয়া পার্টনার ছিল লাইভনিউজ২৪বিডি ও লাইভনিউজ টিভি। এসময় অদম্য মাদারীপুরের সভাপতি ও সাধারন সম্পাদক জানান, আমরা চাই মাদারীপুুরের একটি মানুষও যেন রক্তের গ্রুপিং ছাড়া না থাকে তাছাড়া যদি কোন এলাকায় এই গ্রুপিং কার্যক্রম কেউ করতে চায় তারও আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা সেখানেও ফ্রি রক্তের গ্রুপিং করে দেবো ইন-শাহ আল্লাহ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments