Sunday, April 28, 2024
HomeScrollingসরকার প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী কর্মকাণ্ড গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের প্রধান খাদ্য চাল বিদেশ থেকে আমদানি করতে হয় না। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে নানামুখী কাজ চলমান আছে। এখন আমরা চালের পাশাপাশি পুষ্টিযুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছি। আমরা সার্বিকভাবে চাচ্ছি কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে।

শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূূর্ব খণ্ড গ্রামে কৃষক দেলোয়ারের টিউলিপ বাগান ও বিভিন্ন বিদেশি সবজির প্লট দেখতে এসে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা এখন দেশি বিভিন্ন কৃষিপণ্যের পাশাপাশি  অপ্রচলিত ফসল ড্রাগন, স্ট্রবেরি, মাল্টা, কফি, কেশোনাটসহ নানা ধরনের ফল ও সবজির চাষ করছি। আগে টমেটোসহ নানা ধরনের সবজি মৌসুমি ফসল হিসেবে উৎপাদিত হলেও নানা ধরনের জাত উন্নয়নে এখন সারা বছর ধরেই টমেটোসহ নানা ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে। এখন বিভিন্নভাবে আমাদের দেশে কৃষি উদ্যোক্তারা বিদেশ থেকে নানা কৃষি প্রযুক্তি ও নতুন নতুন জাত এনে উৎপাদন করে দেশে সম্ভাবনা তৈরি করছেন। বিশেষ করে টিউলিপ ফুলের সম্ভাবনা রয়েছে।

এর আগে সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুজ্জামান শ্রীপুরের এই বাগান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আঞ্জুমান আরা শিউলী প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments