Saturday, May 4, 2024
HomeScrollingএক বছরে পাকিস্তানের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত

এক বছরে পাকিস্তানের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত

বিদায়ী বছরে সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। সে হিসাবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যানের বরাত দিয়ে এই সময় এ তথ্য দিয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান ৫ হাজার ১০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে যা গত ১৮ বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন ১৪বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা।

এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

সর্বশেষ ইংরেজি নতুন বছরের প্রথম দিন শুক্রবার পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায়।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে প্রথমবার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টারশেল ছুড়তে থাকে। ভারত কড়া প্রত্যাঘাত করলে কিছুক্ষণের জন্য হামলা বন্ধ হয়।

ওই কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে নৌশেরা সেক্টরে ফের গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দফার পাক হামলায় নিহত হন নায়েব সুবেদার রবীন্দর।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments