Friday, April 26, 2024
Homeখেলাধুলাস্বর্ণ জিতলেন জাপানি কিশোরী

স্বর্ণ জিতলেন জাপানি কিশোরী

অনলাইন ডেস্ক।।

টোকিও অলিম্পিকের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন জাপানের ১৩ বছর বয়সী কিশোরী মমজী নিশিয়া।

অলিম্পিকে কম বয়সে যারা স্বর্ণ জিতেছেন মমজী নিশিয়া তাদেরই একজন হলেন। নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সে স্বর্ণ জেতার রেকর্ড মার্কিন কিশোরী মার্জুরি গেষ্টিংয়ের। তিনি ১৯৩৬ সালে বার্লিন গেমসে ১৩ বছর ২৬৭ দিন বয়সে স্বর্ণ জেতেন।

মমজী নিশিয়া গেস্টিংয়ের চেয়ে মাত্র কয়েক মাসের বড়।

মমজীর আগে পুরুষদের প্রতিযোগিতায় জাপানের হয়ে স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জেতেন ইউটো হরিগোম।

মমজীদের ইভেন্টে রূপা জেতা প্রতিযোগীর বয়সও ১৩, ব্রাজিলের রায়সা লিয়াল। জাপানের আরেক প্রতিযোগী ফুনা নাকায়মা জিতেছেন ব্রোঞ্জ। তার বয়স ১৬।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments