Friday, April 26, 2024
HomeScrollingশিবচরের জমাজমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫, বাড়িঘর ভাঙ্গচুর

শিবচরের জমাজমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫, বাড়িঘর ভাঙ্গচুর

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এ হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে মাদারীপুরের শিবচরের ক্রোকচরে ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচরের নতুন বাজার এলাকায় প্রতিপক্ষ ইব্রাহিম শিকদারের নেতৃত্বে এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচরের নতুন বাজার এলাকায় জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবৎ চলে আসা বিরোধের জের ধরে ইব্রাহিম শিকদারসহ কয়েকজন ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ হামলায় ইউনুস আলী খান গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন খান, মিজানুর রহমান খানসহ ৫জন আহত হয়। অভিযুক্ত ইব্রাহিম শিকদার ভান্ডারীকান্দি ইউনিয়নের (১২২নং) নেসারউদ্দিন শিকদারের বড় ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ইউনুস আলী খান জানান, জমিতে পাটে পানি দেওয়া নিয়ে তাদের সাথে তর্কবির্তক হয়। ইব্রাহিম শিকদারের নেতৃত্বে ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ব্যাপারে প্রতিপক্ষ ইব্রাহিম শিকদারকে মুঠোফোনে বার বার ফোন দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং দুই পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments