Saturday, April 27, 2024
HomeScrollingবরিশালের ঘটনা নতুন কিছু নয়: জিএম কাদের

বরিশালের ঘটনা নতুন কিছু নয়: জিএম কাদের

অনলাইন ডেস্ক।।

বরিশালে ইউএনও’র বাসভবনে ক্ষমতাসীন দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রবিবার শ্যামপুর সুগার মিলস্ গেটে মাড়াই স্থগিতকৃত মিল চালুকরণ ও চলমান পরিস্থিতিতে মিলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘বরিশালের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে, কিন্তু আমরা জানতে পারছি না।’

তবে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে বলে জানান তিনি।

এ সময় জনগণের জীবিকা বন্ধ না করে শ্যামপুর সুগার মিলস্সহ সব সুগার মিলস্ খুলে দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় উপনেতা।

তিনি বলেন, দেশের চিনিকলগুলোতে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাইরের দেশে আকাশচুম্বী। বর্তমানে চিনিকলের মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেলে সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না কেন। শিল্প-কারখানা বন্ধ করা হচ্ছে কার স্বার্থে?

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments