Friday, April 26, 2024
HomeScrollingপ্রকাশিত হলো ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী গান

প্রকাশিত হলো ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী গান

‘বহু আগে যে কথা কবিগুরু বলেছেন/ সে কথায় সকলেই ধর্ষক হয়েছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ঘৃণা-ঘৃণা-ঘৃণা সব ধর্ষকের জন্য/ সম ঘৃণা বাকি সব দর্শকের জন্য’। এমন ব্যতিক্রমী কথায় ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দীন ইসলাম শারুখ।

ঘৃণা শীর্ষক গানটির কথা লিখেছেন রণক ইকরাম। র‌্যাপ গানটির সুর সংগীত ও কণ্ঠ দীন ইসলাম শারুখের। প্রতীকী ভিডিওটিতে অভিনয় করেছেন আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত ভিডিওটি পরিচালনা করেছেন শারুখ ও বিষু।

গান প্রসঙ্গে শারুখ জানান, ‘দেশে চলমান ধর্ষণকান্ডের প্রতিবাদস্বরূপ এই গানটি তৈরি করেছি। যে নরপশুরা ধর্ষণ করছে তারা যেমন অপরাধী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত।  সবাই যদি যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে।’ ভবিষ্যতে সমাজের নানা অসংগতি নিয়ে আরও কয়েকটি গান আসবে বলে জানানা শারুখ।

শেয়ার করুন
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments