Saturday, April 27, 2024
Homeআইন-আদালতগোপালগঞ্জ জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী মোতায়েন

গোপালগঞ্জ জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী মোতায়েন

ইমরান শেখ, কাশিয়ানী(গোপালগঞ্জ) সংবাদদাতা-
গোপালগঞ্জ জেলায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে । জেলা ও উপজেলা পর্যায় চলছে
লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের টহল।

লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার ১ জুলাই সকাল থেকেই প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। গোপালগঞ্জ জেলার সব প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোসস্ট। সকাল থেকেই মানুষের চলাচল কমে গেছে।

অতি প্রয়োজনে বের হওয়াদের মাস্ক পড়তে বাধ্য করছে প্রশাসন। খোলা রয়েছে ঔষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান ও খাবার হোটেল।

করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসন শহরে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এছাড়া জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস সর্বাত্মক লকডাউন কার্যকরে জেলাব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন।

সকালে থেকেই জেলার দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান, অফিস,আদালত বন্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে জেলায় গণপরিবহন ব্যবস্থাও।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান জানান, গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন চলছে । লকডাউন কার্যকরে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যরা একসাথে কাজ করে যাচ্ছেন ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments