Friday, April 26, 2024
HomeScrollingকরোনার কারনে মাদারীপুর জেলা কারাগারের ৭৪ জন বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব

করোনার কারনে মাদারীপুর জেলা কারাগারের ৭৪ জন বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব


আরিফুর রহমান, মাদারীপুর।
মাদারীপুর জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন ৭৪ জন বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বুধবার দুপুরে এই প্রস্তাব কারা অধিদপ্তরের পাঠানো হয়েছে বলে জানান কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম। পরে এটি পাঠানো হবে সরাষ্ট্র মন্ত্রনালয়ে।
মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে মাদরীপুর জেলা কারাগার থেকে ৭৪ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামী ২০ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ৫জন রয়েছেন।
জেলা সুপার আরো জানান, করোনা ভাইরাসজনিত কারনে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। মাদারীপুর জেলা কারাগারে ৩শ’ ৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪শ’ ৮৬জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষি ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।
এদিকে করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামীদের সাথে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কারাগারের মূল ফটকে হ্যান্ড স্যানিটাইজারসহ পরিস্কার-পরিচ্ছন্নার ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments