Saturday, April 27, 2024
HomeScrollingআইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিপন্থী কাজ করলে ব্যবস্থা: ইসি

আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিপন্থী কাজ করলে ব্যবস্থা: ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উদ্দেশ্যে বলেছেন, নির্বাচন পরিপন্থী কোনো কাজ করলে তিনি যেই বাহিনীর হোন না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল নির্বাচন ভবনে পাঁচ সিটি নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কমিশন বারবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি নির্বাচনের আইন-কানুনের পরিপন্থী কোনো কাজ করেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং তার ফিরতি ফলাফল ও প্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন। গাইবান্ধা নির্বাচনে যাদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষকে বলা হয়েছে। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখনো যাদের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বিষয়টা দ্রুত করতে বলা হয়েছে।

কথাটা আজকেও বলা হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, যদি কেউ নির্বাচন আইনের পরিপন্থী কোনো কাজ করেন, তিনি যে বাহিনীর হোন না কেন, যেই ব্যক্তিই হোক, তাকে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং সুষ্ঠু, সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে এবং সবাই এ বিষয়ে কমিশনকে আশ্বস্ত করেছেন, যে যার অবস্থান থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য তাদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে এবং  সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ইসি সচিব আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য প্রয়োজন হলে তারা অনুমোদন চেয়েছেন এবং কমিশন তাতে সম্মতি দিয়েছে। মাঠ থেকে তারা পর্যবেক্ষণ দিয়েছেন, পাঁচ সিটি নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা এখন পর্যন্ত নাই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মহা পুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‌্যাব, বিজিবি ও আনসারের মহাপরিচালকসক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments