Friday, April 26, 2024
HomeScrolling১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: বাংলাদেশ ব্যাংক

১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক |

এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বাতিল হচ্ছে বলে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটি বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বুধবার বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংক নোটটি আগামী ৩০ মের পর বাতিল হয়ে যাবে। এরপর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।

এ খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ৩০ মের পর অচল হিসেবে গণ্য হওয়ার গুজব কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। এ প্রেক্ষিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার অনুরোধ করা হলো।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments