Saturday, April 20, 2024
HomeScrollingহজে গিয়ে দশ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে দশ বাংলাদেশির মৃত্যু

livenews desk..

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে গতকাল শুক্রবার (১ জুলাই) পর্যন্ত দশজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। আজ শনিবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, ১ জুলাই মারা যান রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২), তার পাসপোর্ট নম্বর EE0540246। এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, তার পাসপোর্ট নম্বর BT0485433 ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), তার পাসপোর্ট নম্বর EE0382843।

এর আগে ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১), তার পাসপোর্ট নম্বর BY0062202; ২১ জুন মারা যান দুইজন। তারা হলেন ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭), তার পাসপোর্ট নম্বর EA0009584 ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২), তার পাসপোর্ট নম্বর BX0552614।

এর আগে ১৭ জুনও মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩), তার পাসপোর্ট নম্বর EE0385376 ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪), তার পাসপোর্ট নম্বর BW0843328। এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪), তার পাসপোর্ট নম্বর EF0758006। আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০), তার পাসপোর্ট নম্বর A01012228।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments