মো. বজুলুর রহমান,শিবচর(মাদারীপুর)।।
মাদারীপুর জেলার শিবচরে চরে অভিযানে দশ লক্ষ মিটার কারেন্টজাল ও ৬৫টি ট্রলার জব্দ করে উপজেলা প্রশাসণ। পরে কারেন্টজল গুলো সবার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং সরকারি নিষেধাক্ষা শেষ হলে মাছ ধরার ট্রলারগুলো ফিরিয়ে দেয়া হবে জানিয়েছেন শিবচর উপজেলা প্রশাসণ।
Leave a Reply