Friday, April 26, 2024
HomeScrollingময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৬ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ জন ও জামালপুরের ১ জন রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আবু আলী (৮৭), ত্রিশাল উপজেলার আব্দুল মোতালেব (৬৫), গফরগাঁও উপজেলার আমেনা বেগম (৯০) ও ভালুকা উপজেলার আবুল কাসেম (৮০)।

উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের নাসরিন (৩০), ত্রিশাল উপজেলার মজিদা খাতুন (৭০), ভালুকা উপজেলার সালমা (৭০), মুক্তাগাছা উপজেলার আনোয়ারা বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আব্দুর রহমান (৭২) এবং জামালপুরের ইন্তাজ আলী (৭৫)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৮ জন এবং আইসিউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০৩টি নমুনা পরীক্ষায় আরও ১৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments