Friday, April 26, 2024
HomeScrollingনারীরা বক্ষ বিভাজিকা দেখায় কেন? টুইটারে বিতর্কের ঝড়

নারীরা বক্ষ বিভাজিকা দেখায় কেন? টুইটারে বিতর্কের ঝড়

অনলাইন ডেস্ক |

নারীরা তাদের বক্ষ বিভাজিকা দেখায় কেন? পুরুষদের আকৃষ্ট করাই কি মূল উদ্দেশ্য? যদি তা না হয়, তাহলে নারীরা বক্ষ বিভাজিকা কেন প্রদর্শন করেন?

এমনই প্রশ্ন তুলে সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী বিতর্কের ঝড় তুলেছেন ইন্টারনেটে। জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ থেকে ভারতীয় অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি শেয়ার করেছেন দিওয়াং নামের সেই ব্যক্তি।

ছবিটিতে নিমরতকে কালো পোশাকে দেখা যাচ্ছে। তার বক্ষ বিভাজিকা স্পষ্ট। ছবিটি শেয়ার করে ওই টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেছেন, নারীরা কি পুরুষদের নজরে পড়ার জন্যই এমন পোশাক পরেন?

সেই ‘আপত্তিকর’ প্রশ্নে কিছুক্ষণের মধ্যেই বিতর্কের ঝড় উঠে। ক্ষেপে ওঠেন টুইটার ব্যবহারকারীদের একাংশ।

একজন সেই পোস্টে মন্তব্য করেছেন, ‘যে কারণে পুরুষরা তাদের পেশির খাঁজ প্রদর্শন করতে পছন্দ করেন, এটিও একই ব্যাপার। অঙ্গ সৌষ্ঠব ঈশ্বরের উপহার। তা প্রদর্শন করা আত্মবিশ্বাস এবং ভাল থাকার বহিঃপ্রকাশ। নারীর বক্ষ বিভাজিকা দেখানোয় তো কোনো পাপ নেই’।

আরেক টুইটার ব্যবহারকারী আবার পাল্টা প্রশ্ন তোলেন, ‘কেন, পুরুষরা যখন বাইসেপ বা টোনড বুক দেখান?’

আরও অনেকেই সরব হন এই প্রসঙ্গে। তাদের বক্তব্য, পুরুষরাও তো পেশিবহুল চেহারা মেলে ধরেন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে ঘুরে বেড়ান। তা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য হোক অথবা যে কারণেই হোক, কিন্তু তা নিয়ে তো প্রশ্ন ওঠে না!

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments